বুধবার, ২৭ মে, ২০১৫ ০০:০০ টা
ছিটমহলে ভারতীয় কূটনীতিক

অপেক্ষা করুন সামনে সুখবর আছে

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সন্দীপ মিত্র বলেছেন, 'একটু অপেক্ষা করুন। সামনে আপনাদের জন্য খুবই ভালো খবর অপেক্ষা করছে।' কয়েক সপ্তাহ অপেক্ষা করুন, ছিটমহলের সব সমস্যা সমাধানের পথে। তিনি মঙ্গলবার দুপুরে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় বাংলাদেশের অভ্যন্তরে উত্তর গোতামারী গ্রামে অবস্থিত ভারতের ১৩৫ এর ১ নম্বর ছিটমহল পরিদর্শন শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন। তিনি আরও বলেন, 'ভারতীয় সংসদে ১৯৭৪ সালে যে ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল তা বাস্তবায়ন হবে কোনো সন্দেহ নেই। আমার এখানে আসার উদ্দেশ্য একটাই, ছিটমহলগুলো সম্পর্কে সঠিক ধারণা গ্রহণ করা। তিনি ছিটমহলবাসীর উদ্দেশে আরও বলেন, 'বর্তমান সময়টা আমরা বলতে পারি অন্তর্বর্তীকালীন সময়। এ সময়ে আপনারা আপনাদের এলাকায় শান্তি বজায় রাখবেন।

সর্বশেষ খবর