বুধবার, ২৭ মে, ২০১৫ ০০:০০ টা

নওগাঁয় ভুল চিকিৎসায় মা শিশুর মৃত্যু, মামলা

নওগাঁর ধামইরহাটে হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। সন্তান ও স্ত্রীকে হত্যার দায়ে সোমবার সন্ধ্যায় থানায় মামলা করেছেন আবদুল গোফফার।

এজাহার সূত্রে জানা গেছে, গত শনিবার ধামইরহাটের দুর্গাপুর গ্রামের গোফফার ১০ মাসের অন্ত:সত্ত্বা স্ত্রী ঝর্ণা বেগমকে কথিত ডাক্তার আমিনুল ইসলামের ধামইরহাট সিটি হসপিটাল নামক ক্লিনিকে ভর্তি করেন। সেখানে রোগীর অবস্থার অবনতি হলে গোফফার স্ত্রীর উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে যেতে চান। এ সময় জয়পুরহাট থেকে বিশেষজ্ঞ ডাক্তার আসবে বলে আমিনুল রোগীকে তার ক্লিনিকে রেখে দেন। ডাক্তার না এলে আমিনুল ক্লিনিকের লোকজন নিয়ে নিজেই সিজারিয়ান অপারেশন করে মৃত পুত্রসন্তান গোফফারের হাতে তুলে দেন। গোফফার বলেন, 'ডা. আমিনুল মৃত সন্তান আমাকে দেওয়ার পর স্ত্রীর কথা জিজ্ঞাসা করলে তিনি ধমক দিয়ে বাচ্চা দাফন করতে বলেন। আমি নিরুপায় হয়ে শিশুপুত্রকে বাড়ি নিয়ে দাফন করার প্রস্তুতি শেষ না হতেই মোবাইল ফোনে স্ত্রীর মৃত্যুর খবর পাই।'

সর্বশেষ খবর