শুক্রবার, ২৯ মে, ২০১৫ ০০:০০ টা

আশুলিয়ায় বাসে নারীর শ্লীলতাহানির চেষ্টা

ঢাকার আশুলিয়ায় যাত্রীবাহী একটি বসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় এক নারীর শ্লীলতাহানির চেষ্টা করে ছিনতাইকারীরা। বুধবার দিবাগত রাতে নবীনগর-চন্দা মহাসড়কের পল্লীবিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই যাত্রীর বাড়ি পঞ্চগড় জেলায়। স্বামী-স্ত্রী আশুলিয়ার ভাদাইল এলাকায় ভাড়া থেকে গার্মেন্টে কাজ করেন। তিনি জানান, বুধবার রাত ১১টায় গাবতলী থেকে বাইপাইলের উদ্দেশে জনসেবা পরিবহনের (ঢাকা মেট্রো-চ-৬২৩৩) একটি বাসে স্বামীসহ রওনা হন তিনি। বাসটি সাভার পেঁৗছলে ৫/৬ জনের এক দল বাসে উঠে। নবীনগর-চন্দা সড়কের পল্লীবিদ্যুৎ এলাকায় যাত্রীবেশীরা হঠাৎ অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে পাঁচটি মোবাইল ফোন ও নগদ টাকাসহ লুটে নেয়। এ সময় গামছা দিয়ে বেঁধে তার শ্লীলতাহানির চেষ্টা করা হয়। তার চিৎকার আশপাশের লোকজন এগিয়ে এলে বাসচালক, হেলপারসহ অভিযুক্তরা পালিয়ে যায়। আশুলিয়া থানার এসআই হুমায়ন কবীর জানান, প্রাথমিক আলামতে মনে হচ্ছে এটি পরিকল্পিত ছিনতাই। তবে বাসের কোনো যাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে কি না তা তদন্তসাপেক্ষে বলা যাবে।

সর্বশেষ খবর