শিরোনাম
রবিবার, ৩১ মে, ২০১৫ ০০:০০ টা

বেহাল আনোয়ার জং সড়ক

বেহাল আনোয়ার জং সড়ক

সাভারের আনোয়ার জং সড়কের গর্তে আটকে আছে ট্রাক -বাংলাদেশ প্রতিদিন

সাভার উপজেলার আশুলিয়া বাজার এলাকার আনোয়ার জং সড়কটি খুবই গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম। এ সড়ক দিয়ে বিভিন্ন পোশাক কারখানার গাড়ি, কাভার্ড ভ্যান, ট্রাক, যাত্রীবাহী বাস, লরি, পিকআপ, মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশা, বেবিট্যাক্সি, টেম্পো, মিনিবাসসহ প্রতিদিন প্রায় কয়েক হাজার যানবাহন চলাচল করে। এ ছাড়া বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষের যাতায়াতের রাস্তা এটি। কিন্তু সড়কটির কার্পেটিং উঠে বড় বড় গর্ত তৈরি হওয়ায় প্রায়ই আটকা পড়ছে মালবাহী ট্রাক। বন্ধ হয়ে পড়ছে যান চলাচল। কখনো ঘটছে দুর্ঘটনা। সাভারের ঢাকা-আরিচা মহাসড়ক ও বাইপাইল-আবদুল্লাপুর মহাসড়কের সংযোগ সড়ক হিসেবে তৈরি করা হয় আনোয়ার জং সড়কটি। সম্প্রতি সাত কিলোমিটার সড়কের পাঁচ কিলোমিটারের সংস্কার কাজ করা হলেও বাকি আড়াই কিলোমিটার বেহাল অবস্থায় পড়ে আছে। চারবাগ এলাকা থেকে আশুলিয়া বাজারে যেতে ১০ মিনিটের রাস্তা হলেও প্রায় পৌনে এক ঘণ্টা লেগে যায়। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ উদ্দিন জানান, জনগণের দুর্ভোগের বিষয়টি আমাদের বিবেচনায় আছে। প্রকল্প প্রণয়নের কাজ চলছে। বরাদ্দ পেলে ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান জানান, সড়কটি যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে। সড়কটি মেরামত ও সংস্কারের জন্য মন্ত্রণালয়কে লিখিতভাবে জানানো হয়েছে। এখনো বরাদ্দ না পাওয়ায় কাজ করা সম্ভব হচ্ছে না।
 

সর্বশেষ খবর