বৃহস্পতিবার, ৪ জুন, ২০১৫ ০০:০০ টা

ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া, কার্যালয় ভাঙচুর

ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া, কার্যালয় ভাঙচুর

রাঙামাটি জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দুগ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ভাঙচুর করা হয়েছে দলীয় কার্যালয়। অবরুদ্ধ করে রাখা হয় রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মুছা মাতব্বরসহ কয়েকজন নেতাকে। গতকাল সকালে শহরের ট্রাক টার্মিনাল এলাকায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ ঘটনা ঘটে। দলীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে জেলা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি হিসেবে আবদুল জব্বার সুজন ও সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার নাম ঘোষণা করেন মুছা মাতব্বর। নাম ঘোষণার পর ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা-কর্মী কমিটি বাতিলের স্লোগান দিতে থাকেন। কিন্তু তা না মানায় কার্যালয়ের ভিতরে ভাঙচুর শুরু করা হয়। জেলা যুবলীগ সভাপতি আকবর হোসেন চৌধুরী জানান, এ ঘটনা সম্পূর্ণ পরিকল্পিত।

উল্লেখ্য, মঙ্গলবার রাঙামাটি জেলা ছাত্রলীগের সম্মেলনের আয়োজন করা হয়। তবে নতুন কমিটির নাম ঘোষণা না করেই শেষ করা হয় সম্মেলন। এ নিয়ে ক্ষোভ দেখা দেয় ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে।

 

সর্বশেষ খবর