বৃহস্পতিবার, ৪ জুন, ২০১৫ ০০:০০ টা

‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত, অস্ত্র উদ্ধার

কক্সবাজারের চকরিয়া উপজেলার মেধাকচ্ছপিয়া এলাকার গহীন জঙ্গলে মঙ্গলবার ভোররাতে পুলিশ-ডাকাত ঘণ্টাব্যাপী ‘বন্দুকযুদ্ধ’ হয়েছে। এ সময় আলী আজগর নামে এক যুবক বুকে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। আজগর ডুমখালী এলাকার নুরুল আমিনের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন তিন পুলিশ সদস্য। এরা হলেন- এসআই আলমগীর হোসেন, কনস্টেবল সুজন ও নুরুল ইসলাম। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলি।
টঙ্গীতে আহত ২০ : টঙ্গী প্রতিনিধি জানান, একাধিক হত্যা মামলার আসামি জামাল বাহিনীর সঙ্গে পুলিশের ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে এরশাদ নগর এলকার ৫ নম্বর ব্লকে ঘটনাটি ঘটে। এতে গুলিবিদ্ধ ও আহত হয়েছেন লিপু, শামীম, কালা সেলিম, জেমস, হাসান, জালাল, আক্তার, রশিদ, চামকা রফিক, কামাল ও টঙ্গী থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম, সেকেন্ড অফিসার এসআই হাসান, এসআই আতাউর, এসআই মিজান ও এএসআই সিদ্দিকসহ ২০ জন। গুলিবিদ্ধ জামালকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ খবর