বুধবার, ১৭ জুন, ২০১৫ ০০:০০ টা

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগের পাল্টা কমিটি, উত্তেজনা

কেন্দ্রীয় কমিটির অনুমোদন উপেক্ষা করে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের পাল্টা কমিটি গঠন করা হয়েছে। ফলে ছাত্রলীগের দুজন সভাপতি ও দুজন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। জানা যায়, কেন্দ্রীয় ছাত্রলীগ অনুমোদিত কমিটির সভাপতি সাকিউল ইসলাম সাকিল এবং সম্পাদক আরিফুর রেজা ইমন। ১৯ মে কেন্দ্র থেকে এই কমিটিকে অনুমোদন দেওয়া হয়। সে সময় ছাত্রলীগের একটি গ্রুপ এর বিরোধিতা করে মিছিল সমাবেশ করে। সবশেষে গত রবিবার রাতে লেলিন প্রামাণিককে সভাপতি ও অহিদুজ্জামানকে সাধারণ সম্পাদক করে তারা ৯ সদস্যের পাল্টা কমিটি গঠন করেন। লেলিন প্রামাণিকের দাবি, জেলা ছাত্রলীগের তৃণমূল নেতা-কর্মীর মতামতের ভিত্তিতে তারা দায়িত্ব পেয়েছেন।

এদিকে কেন্দ্র অনুমোদিত জেলা ছাত্রলীগের সভাপতি সাকিউল ইসলাম সাকিল জানান, পাল্টা কমিটির কোনো ভিত্তি নেই। দলে ভাঙন সৃষ্টির জন্য একটি চক্র এই ষড়যন্ত্র করছে। তিনি আরও জানান, বিষয়টি কেন্দ্রীয় নেতাদের জানানো হয়েছে। ছাত্রলীগের গঠনতন্ত্রের বাইরে গিয়ে কেউ কিছু করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর