বুধবার, ১৭ জুন, ২০১৫ ০০:০০ টা

পাবনায় ২৪ ঘণ্টায় চার খুন

পাবনায় ২৪ ঘণ্টায় চার খুন

পাবনায় পৃথক ঘটনায় চারজনকে হত্যা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ঈশ্বরদী থানায় তিনটি এবং আতাইকুলা থানা এলাকায় একটিসহ চার খুনের ঘটনা ঘটে। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম জানান, মঙ্গলবার বিকালে আতাইকুলা বাজারে স্থানীয় লোকজন সন্দেহজনক চলাফেরা দেখে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়। নিহত যুবক ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের ইব্রাহিম শেখের ছেলে শামিম শেখ (২৪)। তিনি মানসিক ভারসাম্যহীন ছিল বলে পুলিশের দাবি। নিহতের ভাই শেখ মেহেদী হাসান জানান, শামিম সকালে বাড়ি থেকে বের হয়। সে মাঝে মধ্যেই বাড়ি থেকে বের হয় আবার চলে আসে। মঙ্গলবার বিকালে আতাইকুলা গেলে সেখানে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন। অপরদিকে ঈশ্বরদী পৌর এলাকার বাবুপাড়ায় আলম শেখ (৩৮) নামের এক নৈশপ্রহরীকে সোমবার রাতে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত আলম শেখ উপজেলার রহিমপুর এলাকার আলতাব শেখের ছেলে। এছাড়া সোমবার রাতে ঈশ্বরদী থানার চররুপপুর সরদারপাড়া গ্রামে আকলিমা বেগম (৩০) নামের এক গৃহবধূকে তার শ্বশুর বাড়ির লোকজন পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে শ্বশুর বাড়ির লোকজন পলাতক। নিহত আকলিমা চররুপপুর সরদারপাড়া গ্রামের মাহাবুল বিশ্বাসের স্ত্রী। এদিকে পাকশী রেললাইনের পাতিবিল এলাকায় সোমবার রাতে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আব্দুল জলিলকে (৬০) হত্যা করেছে দুর্বৃত্তরা। তার বাড়ি বেড়া উপজেলার কাজিরহাট গ্রামে।

 

সর্বশেষ খবর