বুধবার, ১৭ জুন, ২০১৫ ০০:০০ টা
ছাত্রলীগের হরতালবিরোধী মিছিল

লক্ষ্মীপুর জেলা শিবিরের সভাপতিসহ গ্রেফতার ৫

লক্ষ্মীপুর জেলা শিবিরের সভাপতিসহ গ্রেফতার ৫

ফাইল ছবি

লক্ষ্মীপুরে জেলা ছাত্র শিবিরের সভাপতি এবং হত্যা ও নাশকতাসহ ৫টি মামলার আসামি রেজাউল করিম সুমনসহ ৫ শিবির নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সকালে পৌর শহরের গোলন্দাজ হাউজিংয়ের একটি মেস থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি জেহাদী বই, চাঁদা আদায়ের রশিদ ও সদস্য তালিকা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা অন্যরা হলেন- জেলা ছাত্র শিবিরের অফিস সম্পাদক ফজলুল করিম, শিবির কর্মী আলী আহম্মদ, মোস্তফা ও নুর আলম।

লক্ষ্মীপুরের সহকারি পুলিশ সুপার সার্কেল মো. নাসিম মিয়া জানান, নাশকতার আশঙ্কায় ৫ শিবির নেতা কর্মীকে শহরের একটি মেস থেকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে রেজাউল করিম সুমনের বিরুদ্ধে হত্যাসহ ৫টি মামলা রয়েছে বলে জানান তিনি।

এদিকে, জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে দুপুর ১২টায় শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ। মিছিলটি লক্ষ্মীপুর সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উত্তর তেমুহনী ট্রাফিক চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেলের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, একে এম সালাহ উদ্দিন টিপু, রাকিব হোসেন লোটাস, আমজাদ হোসেন আজিম প্রমুখ।

বিডি-প্রতিদিন/১৭ জুন, ২০১৫/মাহবুব

সর্বশেষ খবর