মঙ্গলবার, ৩০ জুন, ২০১৫ ০০:০০ টা

নওগাঁয় পাঁচ বছরের শিশুকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

নওগাঁয় পাঁচ বছরের শিশুকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। শেরপুরের নালিতাবাড়িতে খুন হয়েছেন এক গৃহবধূ। এছাড়া ফরিদপুর, নেত্রকোনা, নোয়াখালী ও চাঁদপুরে উদ্ধার করা হয়েছে চারজনের লাশ। প্রতিনিধিদের খবর-

নওগাঁ সদর উপজেলার শালুকা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিফাত হোসেন নামে পাঁচ বছরের এক শিশুকে হাতুড়ি দিয়ে হত্যা করা হয়েছে। সিফাত ওই গ্রামের আকরাম পারভেজ হিরার ছেলে ও স্থানীয় ব্র্যাক স্কুলের শিশু শ্রেণির ছাত্র। রবিবার সন্ধ্যার এ ঘটনায় জড়িত অভিযোগে প্রতিবেশী আল আমিনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় সিফাতের বাবা থানায় হত্যা মামলা করেছেন। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শালুকা গ্রামের মণ্ডলপাড়ার আল আমিন নিজ বাড়ির উঠানে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইট ভাঙার কাজ করছিলেন। এ সময় প্রতিবেশি শিশু সিফাত একই উঠানে খেলার ছলে দুষ্টুমি করছিল। এর জের ধরে আল আমিন সিফাতকে ডেকে নিয়ে হাতুড়ি দিয়ে মাথায় একাধিক আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যায় সিফাত। নালিতাবাড়ী : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গতকাল বাড়ির চলাচলের রাস্তা নিয়ে দ্বন্দ্বের জের ধরে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় জড়িত অভিযোগে ইলিয়াস আলী নামে একজনকে আটক করেছে পুলিশ। এলাকাবাসী জানান, সোমবার দুপুরে উপজেলার গেরাপচাঁ গ্রামে বিল্লাল হোসেন ও তার স্ত্রী তাসলিমার সঙ্গে রাস্তা নিয়ে জালাল উদ্দিন ও তার ছেলে ইলিয়াস আলীর কাটাকাটি হয়। একপর্যায়ে ইলিয়াস লাঠি দিয়ে তাসলিমার মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলে মারা যান। এছাড়া ফরিদপুরের সালথার সিংহপ্রতাপ গ্রামে গৃহবধূ লিপি বেগম, নেত্রকোনার মোহনগঞ্জে অচিন্ত পাল নামে এক ব্যক্তি, নোয়াখালীর সোনাইমুড়ীতে মাদ্রাসাছাত্র জুনায়েত হোসেন ও চাঁদপুরের হাজীগঞ্জ বাকিলার খলাপাড়া থেকে স্কুলছাত্রী জান্নাতুল ফেরদাউসের লাশ উদ্ধার করেছে পুলিশ। এরমধ্যে মাদ্রাসাছাত্র জুনায়েত হোসেন তিন দিন ধরে নিখোঁজ ছিল।

সর্বশেষ খবর