শিরোনাম
শনিবার, ৪ জুলাই, ২০১৫ ০০:০০ টা

ভুল চিকিৎসার অভিযোগে ক্লিনিক ও চেম্বার ভাঙচুর

জয়পুরহাটের পাঁচবিবিতে ভুল চিকিৎসার অভিযোগে ক্লিনিক ও ডাক্তারের চেম্বার ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। এ সময় রোগীর আত্মীয় স্বজন ও ক্লিনিকের ডাক্তারের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে।

পুলিশ জানায় গত ২৪ জুন পাঁচবিবি উপজেলার বড় নারায়নপুর গ্রামের এলাহী ফকিরের স্ত্রী মনোয়ারা বেগম (৭০) অ্যাপিন্ডিসাইড রোগের সন্দেহে সাবেক বাংলাদেশ রোগ নিয়ন্ত্রক অধিদপ্তরের পরিচালক ডা. একেএম মোয়াজ্জেম হোসেনের নিজস্ব রমিছা ক্লিনিকে ভর্তি হন। পরে ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে মনোয়ারা বেগমকে তার অ্যাপিন্ডিসাইড হয়েছে এবং তাকে অপারেশন করতে হবে বলে অভিভাবককে জানায়। ডাক্তারের পরামর্শ অনুয়ায়ী রোগীর পরিবার মনোয়ারা বেগমকে রমিছা ক্লিনিকে অপারেশন করান। তিন দিন পর বাড়িতে ফিরে যান। কয়েক দিন বাড়িতে থাকার পর রোগীর পেট ফুলে উঠলে পুনরায় মনোয়ারা বেগমকে পরিবারের লোকজন ক্লিনিকে নিয়ে যান। তখন ডাক্তার মোয়াজ্জেম হোসেন রোগীর অবস্থা দেখে জয়পুরহাট আধুনিক হাসপতালে ভর্তি করানোর পরামর্শ দেন। ডাক্তারের পরামর্শ অনুসারে মনোয়ারা বেগমকে জয়পুরহাট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার বগুড়া শহীদ জিয়া মেডিকেল হাসপতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেখানেও ডাক্তারেরা রোগীর অবস্থা খারাপ দেখে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে রোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে রোগীর সব পরীক্ষা-নিরীক্ষা করে ডাক্তাররা জানান আগের চিকিৎসক ডাক্তার মোয়াজ্জেম হোসেন অপারেশন ভুল করেছেন তাই পুনরায় অপারেশন করা সম্ভব নয়।

সর্বশেষ খবর