বুধবার, ৮ জুলাই, ২০১৫ ০০:০০ টা

ইউপি চেয়ারম্যানের নৃশংস হামলার শিকার মেম্বার

দিনভর রোজা থেকে দীর্ঘ ৪ কিলোমিটার পথ দৌড়েও ইউপি চেয়ারম্যানের হামলা থেকে রেহাই পেলেন না তারই পরিষদের মেম্বার। প্রাণ বাঁচাতে একটি মাদ্রাসায় আশ্রয় নিলেও ছাত্রলীগ নেতা ও চেয়ারম্যান রাসেল শত শত ছাত্রের সামনেই ফিল্মিস্টাইলে কুপিয়েছেন ইউপি মেম্বার ও আওয়ামী লীগ নেতা হাজী শাহ আলমকে (৫২)। এলজিএসপির রাস্তার টাকা আত্দসাৎ করার লিখিত অভিযোগ দায়ের করায় ইউপি চেয়ারম্যান রাসেল ক্ষিপ্ত হন শ্রীনগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি মেম্বার শাহ আলমের ওপর। এরই পরিপ্রেক্ষিতে সোমবার বিকালে রায়পুরা উপজেলার পান্থশালা ফেরিঘাট মাদ্রাসায় এ নৃশংস ঘটনাটি ঘটেছে। এ সময় মাদ্রাসায়ও ব্যাপক ভাঙচুর করেন হামলাকারীরা। মারাত্দক আহত অবস্থায় মেম্বার শাহ আলমকে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে চেয়ারম্যান রাসেল মেম্বার শাহ আলমের ১২ সমর্থকের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেন। জানা গেছে, রায়পুরার শ্রীনগর ইউপি চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ মোরশেদ খান রাসেল একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের একটি এলজিএসপির রাস্তা নির্মাণ প্রকল্পের কোনো কাজ না করেই বরাদ্দকৃত ৬০ হাজার টাকার পুরোটাই আত্দসাৎ করেন। এ ব্যাপারে ৩ নম্বর ওয়ার্ড মেম্বার ও শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী শাহ আলম রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ইউএনও বিষয়টি তদন্তের জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেন। উপজেলা কৃষি কর্মকর্তা ২৮ জুন বিষয়টি সরেজমিনে তদন্তের জন্য ঘটনাস্থলে যান।

সর্বশেষ খবর