মঙ্গলবার, ২৮ জুলাই, ২০১৫ ০০:০০ টা

ছাত্রলীগ কর্মী হত্যামামলায় ১২ জনের যাবজ্জীবন

বাগেরহাট সদর উপজেলার যাত্রপুর গ্রামে ছাত্রলীগ কর্মী আরিফ হাসান রাজু হত্যামামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান গতকাল এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- যাত্রপুর গ্রামের আবদুর রাজ্জাক, শেখ নূর হোসেন, শেখ নজরুল, শওকত শেখ, আবদুর ছত্তার, নুরু শেখ, ফারুক শেখ, হোসেন শেখ, চাপাতলা গ্রামের জিয়ারুল শেখ, কামরুল, সুলতান ও আবদুল কাদের। মামলা সূত্রে জানা যায়, ২০০৬ সালের ৪ সেপ্টেম্বর বাগেরহাট সদর উপজেলার যাত্রপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ করে যাত্রপুর বাজার এলাকার লুৎফর ফকিরের বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষ। এ সময় একই এলাকার শেখ নুর ইসলামের ছেলে ছাত্রলীগ কর্মী আরিফ হাসান রাজুকে তারা বেধড়ক মারপিট করে ফেলে রেখে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিৎকিসক মৃত ঘোষণা করেন। ঘটনার দিন রাতেই নিহতের বাবা ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫/৬ জনের বিরুদ্ধে হত্যামামলা করেন। তদন্তকারী কর্মকর্তা এসআই হাবিবুর রহমান ২০০৭ সালের ২১ জানুয়ারি ১৫ জনের নাম উল্লেখ করে আদালতে চার্জশিট দালিখ করেন।

সর্বশেষ খবর