মঙ্গলবার, ২৮ জুলাই, ২০১৫ ০০:০০ টা

সাগরে ট্রলার ডুবে এক জেলের মৃত্যু নিখোঁজ ৯

বঙ্গপোসাগরে কক্সবাজার সমুদ্র সৈকতের ডায়াবেটিক পয়েন্টে গতকাল ঝড়ো হাওয়ার কবলে পড়ে ট্রলার ডুবে জুবাইদ নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হলেও ৯ জেলে নিখোঁজ রয়েছেন। উদ্ধার জেলেদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উদ্ধার হওয়া শমসু মাঝি জানান, তিন দিন আগে তারা ১৫ জন ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে যান। উপকূলে ফেরার পথে সোমবার সকালে ট্রলারটি শহরের ডায়বেটিক পয়েন্টে উল্টে যায়। এ ঘটনায় একজনকে মৃত এবং পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়। কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলাম জানান, ট্রলারডুবির ঘটনায় উদ্ধার জুবাইদকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় ৯ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে তৎপরতা চলছে।

বানের পানিতে শিশু নিখোঁজ : এদিকে রামু উপজেলার চাকমারকুলে আবছারুল ইসলাম নামে দুই বছরের এক শিশু বানের বানিতে ভেসে গিয়ে নিখোঁজ রয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চাকমারকুল ইউনিয়নের মিস্ত্রি পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ভেসে যাওয়া শিশুটি ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে।

 

সর্বশেষ খবর