মঙ্গলবার, ২৮ জুলাই, ২০১৫ ০০:০০ টা

এক পলক

বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু

বগুড়ায় ক্রিকেট খেলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হল- শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের শঙ্করপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে রিমন (১১) ও মোতাসিন বিল্লাহর ছেলে মোবিন (৯)। দুজনই স্থানীয় স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র। জানা যায়, রবিবার বিকালে বাড়ির পাশে মাঠে ক্রিকেট খেলার সময় বল এক বাড়ির টিনের চালে চলে যায়। চালের ওপর থেকে বল নিতে যায় মোবিন ও রিমন। ওই টিনের চালে আগে থেকেই বিদ্যুতের তার লিকেজ হয়ে বিদ্যুতায়িত হয়ে ছিল। চালে উঠার সঙ্গে সঙ্গে দুজনই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

-নিজস্ব প্রতিবেদক, বগুড়া

তিন বাংলাদেশি হতাহত

নওগাঁর সাপাহার উপজেলার পাতাড়ি (আদাতলা) সীমান্তে বিএসএফের গুলিতে জিয়াউল ইসলাম নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। ওই সীমান্তের ২৪২ নম্বর মেইন পিলার এলাকায় গতকাল ভোরে এই ঘটনা ঘটে। নিহত জিয়াউল সাপাহার উপজেলার দক্ষিণ পাতাড়ি গ্রামের মতিউর রহমানের ছেলে। এদিকে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হয়েছেন। এরা হলেন- শিবগঞ্জের তারাপুর গ্রামের হলদার উদ্দিন ও কেতাব উদ্দিন। তাদের চিকিৎসার জন্য রাজশাহী পাঠানো হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল ভোররাতে।

-নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

গুলিবিদ্ধ দুই ব্যবসায়ী আটক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিএসএফের হাতে গুলিবিদ্ধ দুই গরু ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার বিকালে রাজশাহী মহানগরীর ডলফিন ক্লিনিক থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, হালদার ইসলাম ও কেতাবুল ইসলাম। এছাড়া গোপনে অপারেশন করায় ওই ক্লিনিকের চিকিৎসক ডা. এনামুল হক, ডা. নওশের আলী, নার্স মুক্তা, ওটি সহকারী তুহিন সরকার ও ওয়ার্ড বয় সোহেলকেও আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, গোপনে ভারতে গিয়ে ফিরে আসার সময় দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে খবর পেয়ে তাদের আটক করা হয়। এছাড়া গোপনে অস্ত্রোপচার করায় ওই ক্লিনিকের তিন কর্মচারীকেও আটক করা হয়েছে। -নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
জামায়াতের ১১ নেতা-কর্মী আটক
জামায়াতে ইসলামী যশোর সদর উপজেলা শাখার আমিরসহ ১১ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় সদর উপজেলার নরেন্দ পুর পোস্ট অফিসপাড়া জামে মসজিদ থেকে তাদের আটক করে কোতয়ালি থানা পুলিশ। আটক নেতা-কর্মীদের কাছ থেকে ছয়টি বোমা ও কিছু ‘জিহাদি বই’ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে জেলা জামায়াতের প্রচার সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, ‘পুলিশের দাবি হাস্যকর ও অগ্রহণযোগ্য। আটক নেতাকর্মীরা সবাই বয়সে প্রবীণ। তারা নাশকতার উদ্দেশে বোমা মজুদ করবেন, একথা কেউ বিশ্বাস করবে না।’
-নিজস্ব প্রতিবেদক, যশোর
 

 

 

সর্বশেষ খবর