মঙ্গলবার, ২৮ জুলাই, ২০১৫ ০০:০০ টা
সংখ্যালঘুদের জমি আত্মসাতের চেষ্টা

আ.লীগ নেতাসহ ৯ জনের বিরুদ্ধে জিডি

সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবদুস শুক্কুর মোল্লা ও তার সহযোগীদের বিরুদ্ধে সংখ্যালঘু পরিবারের ভিটামাটি দখলের চেষ্টা ও দেশ ছাড়া করার হুমকির অভিযোগে ৩টি জিডি দায়ের করা হয়েছে। ইউনিয়নের বৈরমপুর গ্রামের জ্ঞানেন্দ্র রায়ের ছেলে উত্তম রায়, তার ভাই সঞ্জিব রায় ও ডুমুরিয়া গ্রামের সুধীর রঞ্জন বেপারীর ছেলে অনিল বেপারীসহ সংখ্যালঘু তিনটি পরিবার রবিবার ঝালকাঠি থানায় এই জিডি করেন। জিডিতে পরিবারগুলো অভিযোগ করে, গত ১৮ বছর আগে তৎকালীন বিএনপির এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর সহযোগিতায় কৌঁসুলি শুক্কুর মোল্লা একই এলাকার মাখম  বেপারীর ছেলে মনমথ বেপারীর স্ত্রী কানন বালার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। তারা চক্রান্ত করে মনমথ বেপারীকে নিরুদ্দেশে পাঠিয়ে স্ত্রী কানন বালাকে বাদী বানিয়ে ১১টি পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক গুম মামলা দিয়ে তাদের ৯ বিঘা সম্পত্তি আত্মসাতের চেষ্টা করে।
কিন্তু দেড় যুগ পর গত ১৮ মে হঠাৎ করে গুম হওয়া মনমথ বেপারী এলাকায় ফিরে আসার পর পুলিশের হাতে গ্রেফতার হওয়ায় শুক্কুর মোল্লা ও তার দলবলের চক্রান্ত ফাঁস হয়ে যায়। এনিয়ে জেলা প্রশাসনসহ, রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়।

সর্বশেষ খবর