মঙ্গলবার, ২৮ জুলাই, ২০১৫ ০০:০০ টা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

চাঁপাইনবাবগঞ্জে আজ মঙ্গলবার জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। ‘সাগর নদী সকল জলে, মাছ চাষে সোনা ফলে’ এ  শ্লোগানকে সামনে রেখে জেলা মৎস্য দপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মৎস্য সপ্তাহর উদ্বোধন করা হয়।

শিবগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ইরতিজা আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ আগস্টের ১২ তারিখের পর যেতে চাই। ১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. গোলাম রাব্বানী। এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বরণ কুমার মণ্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান, উপজেলা সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান বাবু, পৌর আওয়ামী লীগের সভাপতি আতিকুল ইসলাম টুটুল, সম্পাদক কারিবুল হক রাজিনসহ স্থানীয় মৎস্য চাষীরা বক্তব্য রাখেন।

এদিকে এ উপলক্ষ্যে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল মান্নান, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. আমিমুল এহসান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান মো. শাহজাহান আলী প্রমুখ। এর আগে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ও জেলা মৎস্য কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তারা সড়ক ও জনপথ বিভাগের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।  
 

 

বিডি-প্রতিদিন/ ২৮ জুলাই, ২০১৫/ রশিদা

সর্বশেষ খবর