বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০১৫ ০০:০০ টা

সরকারি সম্পত্তি আত্মসাৎ

ছয়জনের বিরুদ্ধে চার্জশিট

নারায়ণগঞ্জে প্রায় ৬০ কোটি টাকা মূল্যের সরকারি সম্পত্তি আত্মসাৎ মামলায় আদালতে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে। সাক্ষী করা হয়েছে নয়জনকে। মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. ফরিদ আহম্মেদ নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল আদালতে গতকাল চার্জশিটটি দাখিল করেন। অভিযুক্তরা হলেন- বন্দর উপজেলার চানপুরের নূর হোসেন, তার ভাই সালাহউদ্দিন, এইচএম সেন রোডের তৈয়ফুর রহমান, সদর উপজেলার মধ্য কাশিপুরের নূর হোসেন মুন্সি, কমরউদ্দিন ও আফজাল হোসেন। মামলার সূত্রে জানা যায়, চার্জশিটভুক্ত ছয়জনের বিরুদ্ধে বন্দরে প্রায় ৬০ কোটি টাকার ১১৭ শতাংশ পরিত্যক্ত সরকারি সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান চার্জশিট প্রদানের সত্যতা স্বীকার করেছেন।
 

সর্বশেষ খবর