শনিবার, ১ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

সন্তুর কর্মসূচির প্রতিবাদ বাঙালি দুই সংগঠনের

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা অসহযোগ আন্দোলনের নামে সাধারণ মানুষকে হয়রানি করছেন- এমন অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন ও পার্বত্য গণপরিষদ। রাঙামাটি সাংবাদিক ফোরামের কার্যালয়ে বৃহস্পতিবার আয়োজিত সম্মেলনে বক্তব্য দেন, সমঅধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক আবছার আহম্মেদ, পার্বত্য গণপরিষদের চেয়ারম্যান জালালউদ্দিন চৌধুরী আলমগীর প্রমুখ। সম্মেলনে সরকারের সুযোগ-সুবিধা ভোগ করে যে আঞ্চলিক রাজনৈতিক দল আন্দোলনের নামে জনগণকে জিম্মি করে, তাদের কঠোর হস্তে দমনের জন্য সরকারের প্রতি আহবান জানান বক্তারা। এছাড়া পার্বত্য এলাকায় দ্রুত ভূমি জরিপ, বাঙালিদের বেদখলীয় জমি পুনরুদ্ধারসহ সরকারের প্রতি সাত দফা দাবি জানান বাঙালিদের এই দুটি সংগঠন।

সর্বশেষ খবর