শনিবার, ১ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

নাগরিকত্বের স্বাদ পেল নীলফামারীর ১১৯ পরিবার

নাগরিকত্বের স্বাদ পেল নীলফামারীর ১১৯ পরিবার

কাঙ্ক্ষিত প্রতিক্ষার অবসান হলো রাত ১২টা ১ মিনিটে। ১২টা ১মিনিট বাজার সাথে সাথে জয় বাংলা শ্লোগানে মুখরিত হলো নীলফামারীর চারটি ছিটমহলবাসী। বাদ্য যন্ত্রের তাল, পটকা ফুটানো আর মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে নতুন পথযাত্রা শুরু হলো নীলফামারীর চার ছিটমহলের ১১৯টি পরিবারের।

পরিচয়হীনরা পেল পরিচয়, নাগরিকত্ব আর স্বাধীন একটি দেশের মানচিত্র ও জাতীয় পতাকা। দীর্ঘদিনেরর লালিত স্বপ্ন পূরণ হওয়ায় আগস্ট মাসের প্রথমদিনের প্রথম মুহূর্তটি স্মরণীয় করে রাখতে উৎসবে মেতেছিলেন তারা।

শুক্রবার সন্ধ্যার পর থেকে ছিটমহলগুলোতে তোরণ, প্যান্ডেল বানিয়ে চলে গান-বাজনা। বিভিন্ন বয়সী মানুষরা বিশেষ করে শিশুরা নতুন পোশাকে কর্মসূচিতে অংশ নেয়।

গয়াবাড়ি ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান শরিফ ইবনে ফয়সাল মুন জানান, শনিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন শেষে সদ্য বিলুপ্ত ছিটমহলগুলোতে সারাদিন চলবে আনন্দ উৎসবের আনুষ্ঠানিকতা।

বাংলাদেশ ভুখণ্ডে নতুন করে নাগরিকত্ব পেলেন ১১৯টি পরিবারের ৫৪৫ জন মানুষ। যারা অপেক্ষা করেছিলেন এই ক্ষণটির জন্য দীর্ঘ ৬৮বছর।
 

 

বিডি-প্রতিদিন/ ০১ আগস্ট, ২০১৫/ রশিদা

সর্বশেষ খবর