বুধবার, ৫ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

তিন শতাধিক দোকান বন্ধ রেখে চাঁদাবাজির প্রতিবাদ

তিন শতাধিক দোকান বন্ধ রেখে চাঁদাবাজির প্রতিবাদ

যুবলীগ নেতা-কর্মীর চাঁদাবাজি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে ধর্মঘট পালন করেছে বগুড়া শহরের নাটাইপাড়া (বউ বাজার) দোকান মালিক সমিতি। বাজারের তিন শতাধিক দোকান গতকাল সকাল ৬টা থেকে দুপুর একটা পর্যন্ত বন্ধ রেখে এক কর্মসূচি পালন করা হয়। এরআগে ব্যবসায়ীরা কর্মসূচির ঘোষণা দিয়ে মাইকিং শুরু করলে সোমবার রাতে অভিযুক্ত যুবলীগ কর্মী আবদুস সালামকে গ্রেফতার করে পুলিশ। বগুড়া জেলা যুবলীগের সহ-সভাপতি আলহাজ শেখ জানান, আবদুস সালাম আগে তাদের দলের বিভিন্ন কর্মসূচিতে আসতেন। এখন তাকে দেখা যায়না। তবে তিনি শহর যুবলীগের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। ব্যবসায়ীরা জানান, নাটাইপাড়া এলাকার যুবলীগ কর্মী আবদুস সালাম ও তার সহযোগিরা স্থানীয় দোকানপাট থেকে জোরপুর্বক নিয়মিত চাঁদা আদায় করে থাকেন। চাঁদা দিতে অস্বীকার করায় সালামের লোকজন গত ২২ জুলাই মাংস ব্যবসায়ী রমজান আলীর দোকানে হামলা করে তাকে মারপিট ও প্রায় দের লাখ টাকা লুট করে। এ ঘটনায় মামলা হলে অভিযুক্তরা ফের রজমানের দোকানে হামলা লুটপাট চালায়। ব্যবসায়ীদের অভিযোগ চাঁদাবাজির ঘটনা পুলিশকে জানানোর পরও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ কারণে বাধ্য হয়ে দোকান মালিক সমিতি ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেয়। বউ বাজার দোকান মালিক সমিতির সভাপতি আবদুল খালেক জানান, সালাম ও তার সহযোগিদের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ট। ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থাকায় পুলিশও তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় না। বগুড়া শহরের নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাইফুল ইসলাম জানান, বউ বাজার এলাকায় প্রতিদিন সন্ধ্যার পর পুলিশ টহল থাকে। এছাড়া অভিযুক্ত সালামকে গ্রেফতার করা হয়েছে। তার সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

সর্বশেষ খবর