সোমবার, ২৪ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

মুক্তিপণ দাবিতে ২৬ জেলেকে অপহরণ

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী এলাকা থেকে মুক্তিপণের দাবিতে ২৬ জেলেকে অপহরণ করেছে বনদস্যু ভাই-ভাই বাহিনী। শুক্রবার দিবাগত রাত দেড়টা থেকে রবিবার সকাল সাড়ে ৯টার মধ্যে দুই দফা হামলা চালিয়ে এসব জেলেকে অপহরণ করা হয়। অপহৃতদের উদ্ধারে কোস্টগার্ডের দুটি টিম অভিযান শুরু করেছে। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের এসিএফ কামাল আহম্মেদ জানান, বনদস্যু ভাই-ভাই বাহিনীর সদস্যরা শুক্রবার দিবাগত রাত দেড়টা দিকে সুন্দবনের কচিখালী থেকে মাছ আহরণকালে একটি ফিশিং ট্রলার থেকে ছয় জেলেকে অপহরণ করে।

রবিবার সকাল সাড়ে ৯টার দিকে একই বনদস্যু বাহিনীর সদস্যরা কচিখালী উপকূল থেকে ২০টি ফিশিং ট্রলার থেকে অপর ২০ জেলেকে অপহরণ করে সুন্দরবনের গহীন অরণ্যে নিয়ে যায়। এ সময়ে বনদস্যুরা জেলেদের ট্রলার থেকে মাছ, জাল ও খাদ্যসামগ্রীসহ ১০ লাখ টাকার মালামাল লুট করে। অপহৃত জেলেদের বাড়ি বাগেরহাট ও বরগুনা জেলার বিভিন্ন এলাকায়। অপহৃতদের মধ্যে এসিএফ কামাল ৮ জনের নাম জানাতে পেরেছেন। তারা হলেন খালেক, জাফর, কবির, কালাম, লিটন, লাল মিয়া, জাহাঙ্গীর ও রফিক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর