বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

এমপিওভুক্তির দাবিতে বিক্ষোভ মানববন্ধন

প্রতিদিন ডেস্ক

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সারা দেশে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা এমপিওভুক্তিসহ তিন দফা দাবিতে মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন। অন্য দাবি দুটি হচ্ছে যোগদানের তারিখ থেকে চাকরির বয়স গণনা ও এমপিওভুক্ত না হওয়া পর্যন্ত নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান ও স্বীকৃতি বন্ধ রাখা। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরÑ বরিশাল : নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন সংগঠনের নেতারা। মিছিলে অংশগ্রহণকারী ফেডারেশনের নেতারা বলেন, বরিশাল জেলায় ১৫০টি নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আশায় দিন গুনছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী মানবেতর জীবন যাপন করছেন। শেরপুর : নিউমার্কেট পায়রা চত্বরে মানববন্ধনে জেলার ৭২টি নন এমপিও স্কুল, কলেজ ও মাদ্রাসার অর্ধসহস্রাধিক শিক্ষক, কর্মচারি উপস্থিত ছিলেন। পরে নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের জেলা আহŸায়ক মো. আরিফুর রহমানরে নেতৃত্বে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।  টাঙ্গাইল : জেলা শহরে শহীদ মিনার প্রাঙ্গনে মানববন্ধনে বক্তব্য দেন জেলা কমিটির সভাপতি শেখ রফিকুল ইসলাম, শিক্ষক নেতা সৈয়দ আব্দুর রহমান প্রমুখ। সিরাজগঞ্জ : জেলা শহরের চৌরাস্তা মোড়ে প্রেসক্লাবের সামনে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন কেন্দ ত্নীয় কমিটির সভাপতি অধ্যক্ষ এশারত আলী, জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম।  নেত্রকোনা : জেলার ছোটবাজারস্থ শহীদ মিনারের সামনের সড়কে মানববন্ধনে আব্দুল লতিফ, কাজী মো. আরিফুল ইসলাম বক্তব্য দেন।  ঝিনাইদহ : শহরের পোস্ট অফিস মোড়ে মানববন্ধনে আক্তারুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন মো. মহিউদ্দিন, শিক্ষক আনিচুর রহমান, এম আক্তার মুকুল। দিনাজপুর : জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনে বক্তব্য দেন হাবিবুর রহমান, মোকারম হোসেন, গোলাম মোস্তফা প্রমুখ। ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় মানববন্ধনে অধ্যক্ষ রিয়াজুল ইসলাম সরকার, শফিকুল ইসলাম, শাহজাহান প্রমুখ বক্তব্য দেন। চুয়াডাঙ্গা : জেলা শহরের শহীদ হাসান চত্বরে মানববন্ধনে বক্তব্য দেন মো. নুরুজ্জামান, মো. আবু সালেহ প্রমুখ। নাটোর : নাটোর প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তব্য দেন মামুন অর রশিদ ও আশরাফুল ইসলাম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর