বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

নরসিংদীতে দুই বাসের সংঘর্ষে পাঁচজন নিহত

প্রতিদিন ডেস্ক

নরসিংদীতে দুই বাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। কুমিল্লায় বাস-ট্রাক-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মারা গেছেন তিনজন। এছাড়া নওগাঁ ও শেরপুরে তিনজনের প্রাণহানি ঘটেছে। প্রতিনিধিদের খবরÑ ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর নারায়ণপুরে গতকাল বিকালে দুই বাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের ভৈরবের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে অনন্যা পরিবহনের একটি যাত্রীবাহী বাস কিশোরগঞ্জ যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা চলনবিল পরিবহনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান তিনজন। আহত হন ২২ যাত্রী। আহতদের হাসপাতালে নেওয়ার পথে আরো দুজনের মৃত্যু হয়। কুমিল্লা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর উপজেলার শংকরপুরে গতকাল বাস-ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে তিনজন নিহত ও আহত হয়েছেন ১৫ জন। নিহতদের মধ্যে একজনের নাম আমির হোসেন। তার বাড়ি কুমিল্লা সদর উপজেলার ধনুয়াইশ গ্রামে।  নওগাঁ : সাপাহারে পিকআপ ভ্যানের ধাক্কায় ভুটভুটি চালক আলম ও যাত্রী অনুক‚ল চন্দ  মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল তাদের মৃত্যু হয়। আলম উপজেলার খোট্রাপাড়ার আবুল খায়েরের এবং অনুকুল পোরশা উপজেলার বড় গুন্দইল গ্রামের সতিষ বর্মণের ছেলে। নালিতাবাড়ী : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মঙ্গলবার রাতে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত ও দুজন আহত হয়েছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর