বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

অবশেষে ভৈরব নদের পাটা উচ্ছেদ শুরু

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর শহরের ভেতর দিয়ে প্রবাহিত ভৈরব নদে অবৈধ দখলদারদের দেওয়া পাটা উচ্ছেদ করা শুরু করেছে প্রশাসন। গতকাল শহরের পূর্বপ্রান্তে ঝুমঝুমপুর এলাকা থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফুর রহমানের নেতৃত্বে পাটা উচ্ছেদ শুরু হয়। এ সময় তার সঙ্গে সহকারী ভূমি কর্মকর্তা তামিনুল ইসলাম ও কোতোয়ালি থানার এসআই আলী আকবরের নেতৃত্বে পুলিশ সদস্যরা ছিলেন। যশোর জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর জানান, জেলার সব নদী ও উম্নুক্ত জলাশয় থেকে সব ধরনের প্রতিবন্ধকতা উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। উলে­খ্য, যশোর শহর ও শহরতলিতে সরকারি দলের নাম ভাঙিয়ে কিছু ব্যক্তি ভৈরব নদের অংশবিশেষ দখল করে পাটা দিয়ে মাছ চাষ করছে। সরকারি দলেরই অপর একটি অংশ নদের বুক থেকে অবৈধ পাটা উচ্ছেদ করে পানি প্রবাহের ব্যবস্থা করার দাবি করে আসছিলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর