রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

স্বাস্থ্যকেন্দ্রে ভুতুড়ে পরিবেশ

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্যকেন্দ্রে ভুতুড়ে পরিবেশ

সিলেটের বিশ্বনাথ উপজেলায় তালাবদ্ধ দেওকলস ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র

রোগীদের সেবা দিবে কি করে দু বছর ধরে হাসপাতাল যে নিজেই রোগী। মেঝেতে জমেছে শ্যাওলা। ভেঙে পড়ছে দেয়াল। ঝুলে আছে দরজা-জানালার কাঠ। উঠে যাচ্ছে টিনের ছাউনি। ময়লা আবর্জনায় ভর্তি প্রতিটি ঘর। দীর্ঘদিন চিকিৎসা কার্যক্রম চালু না থাকায় এমনই ভুতুড়ে পরিবেশের সৃষ্টি হয়েছে সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে । তৃণমূলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নির্মিত এ কেন্দ্রটি অচল পড়ে থাকলেও সংশ্লিষ্টরা পদক্ষেপ নেননি। ওই হাসপাতালে একজন মেডিকেল অফিসার, উপ-সহকারী মেডিকেল অফিসার, পরিবার কল্যাণ পরিদর্শিকা, ফার্মাসিস্ট, আয়া ও একজন নিরাপত্তা প্রহরীসহ মোট ৬টি পদই শূন্য থাকায় এমন অচলাবস্থার সৃষ্টি হয়।  উপজেলার কজাকাবাদ গ্রামের পাশে ওই হাসপাতালের কার্যক্রম শুরুর পর থেকে চিৎিকসা সেবা নিচ্ছিলেন এলাকার অসহায় দরিদ্র মানুষেরা। জনবল সংকটে পড়ে ধীরে ধীরে বন্ধ হয়ে যায় হাসপাতালের কার্যক্রম। উপজেলা সদর থেকে হাসপাতালের দূরত্ব বেশি হওয়ায় যোগাযোগ ব্যবস্থার অজুহাতে সেখানে যেতে চান না ডাক্তাররা। এ কারণেই হাসপাতালের এমন অবস্থার সৃষ্টি হয়।

কার্যক্রম বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। অসুখে যাদের ভরসা ছিল বিনামূল্যের সরকারি ওষুধ ও চিকিৎসাসেবা। উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. নজরুল ইসলাম বলেন, জনবল সংকটের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

সর্বশেষ খবর