রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

লিগ্যাল নোটিস পাঠিয়েও বিদ্যুৎ পাননি শতাধিক আবেদনকারী

নিজস্ব প্রতিবেদক

লিগ্যাল নোটিস পাঠিয়েও বিদ্যুৎ পাননি শতাধিক আবেদনকারী

হোমনায় তিন বছর আগে নিয়মানুযায়ী আবেদন করেও বিদ্যুৎ না পেয়ে কুমিল্লা পল্লীবিদ্যুত সমিতি (পবিস)-৩ এর দুই কর্মকর্তার বিরুদ্ধে লিগ্যাল নোটিস পাঠিয়েছেন শতাধিক আবেদনকারী। এক মাসের মধ্যে আবেদন নিষ্পত্তি ও চূড়ান্ত অনুমোদন দিয়ে বিদ্যুৎ সুবিধা দিতে সমিতির এজিএম প্রকৌশলী রাজন কুমার ও সহকারী প্রকৌশলী পবিত্র কান্তিকে আবেদনকারীদের পক্ষে ৮ সেপ্টম্বর নোটিস দেন জেলা জজ কোর্টের এপিপি অ্যাড. সৈয়দ নুরুর রহমান। উল্লিখিত সময় পার হলেও বিদ্যুৎ পাননি আবেদনকারীরা।

নোটিসে উল্লেখ করা হয়, উপজেলার শ্রীনগর, বাগমারা, মিঠাইভাঙ্গাসহ কয়েকটি গ্রামের শতাধিক আবেদনকারী বিদ্যুৎ সংযোগ পেতে কুমিল্লা পল্লীবিদ্যুৎ সমিতি-৩ বরাবর আবেদন করেন। পবিস-৩ ছয় মাস আগে গ্রামগুলো পরিদর্শন করে ছক তৈরি করে। কিন্তু নোটিসগ্রহীতারা রহস্যজনক কারণে আগের আবেদকারীদের আবেদন আটকে রাখে। এ ব্যাপারে প্রকৌশলী রাজন কুমার জানান, তিন বছর আগে ফিডার, সাবস্টেশন এবং ট্রান্সফরমার ওভারলোডের কারণে সরকারিভাবে সংযোগ দেওয়া বন্ধ থাকার বিষয়টি তাদের চিঠি দিয়ে জানানো হয়েছিল। বাতিল হওয়াদের মধ্যে নতুন করে যারা আবেদন করেছেন পর্যায়ক্রমে তাদের সংযোগ দেওয়া হচ্ছে। পবিত্র কান্তি জানান, সবগুলোর সমাধানতো এক সঙ্গে করা সম্ভব নয়। ধীরে ধীরে এগুচ্ছি।

সর্বশেষ খবর