রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

পরিবহন শ্রমিকদের হামলায় তিন কলেজ ছাত্র আহত

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের চকরিয়ায় পরিবহন শ্রমিকদের হামলায় তিন কলেজছাত্র আহত হয়েছেন। শহীদ আবদুল হামিদ পৌর বাস টার্মিনালে গতকাল সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এর জের ধরে চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ও ডুলাহাজারা কলেজ এলাকায় এক ঘণ্টা কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন ছাত্ররা। আহত ছাত্ররা হলেন, ডুলাহাজারা কলেজের মো. বোরহান, চকরিয়া কমার্স কলেজের মো. ঈসা ও চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের মো. শহিদ। তাদের চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করা হয়েছে।

জানা গেছে, সকালে ডুলাহাজারা বাজার থেকে চকরিয়া কলেজছাত্র মো. শহিদ চট্টগ্রামগামী ইউনিক পরিবহনের একটি বাসে চকরিয়া পৌর বাস টার্মিনালে আসেন। ভাড়া নিয়ে ওই বাসের চালকের সহকারীর সঙ্গে শহিদের কথা কাটাকাটি হয়। টার্মিনালে নামার পর ২০-৩০ জন শ্রমিক শহিদকে মারধর শুরু করেন। এ সময় টার্মিনাল এলাকায় বিভিন্ন কলেজে যাওয়ার জন্য অপেক্ষায় থাকা চার-পাঁচজন ছাত্র শহিদকে উদ্ধার করতে এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র শরীফ বলেন,গাড়িতে তোলা ও ভাড়া নিয়ে ছাত্রদের সঙ্গে শ্রমিকদের প্রায়ই বাগবিতণ্ডা হয়। আমরা এর স্থায়ী সমাধান চাই।

সর্বশেষ খবর