রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

বগুড়ায় কবি সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

ঐতিহাসিক মহাস্থানগড় পরিদর্শন, কবিআড্ডা, স্বরচিত কবিতা পাঠ আর মহাস্থান জাদুঘর পরিদর্শনের মাধ্যমে শেষ হলো বগুড়া লেখক চক্রের দুই দিনব্যাপী কবি সম্মেলন। গতকাল দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কবি-লেখকদের অংশগ্রহণে ঐতিহাসিক মহাস্থানগড় পরিণত হয় কবি-লেখকদের মিলনমেলায়। মহাস্থানগড়, জাদুঘর এবং ঐতিহাসিক নিদর্শনসমূহ পরিদর্শনের পর শুরু হয় কবিআড্ডা। কবিতাআড্ডায় বক্তব্য রাখেন সংগঠন সভাপতি কবি ইসলাম রফিক। কবিআড্ডায় স্বরচিত কবিতা পাঠ, কৌতুক, গান, স্মৃতিচারণে অংশগ্রহণ করেন সমুজ্জল সুবাতাস পত্রিকার সম্পাদক কবি চৌধুরী বাবুল বড়ুয়া, কবি সম্পাদক রাজা সহিদুল আসলাম, কবি শিবলী মোকতাদির, কবি-শিশু সংগঠক আবদুল খালেক, সানাউল্লাহ সাগর, আনিফ রুবেদ, পাণ্ডব মনদেহী, সুজান সাম্পান, চয়নিকা সাথী, সায়মা হাবীব, নিখিল নওশাদ, রনি বর্মণ, সতেজ মাসুদ, সমতোষ রায়, সামতান রহমান, মীর মাসুদ পারভেজ, আমির খসরু সেলিম, সিকতা কাজল, রাহমান মিজান, হাদিউল হৃদয় প্রমুখ।

সর্বশেষ খবর