রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

ফেলানী হত্যার বিচার চান বাবা

নিজস্ব প্রতিবেদক

ফেলানী হত্যার বিচার চান বাবা

বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির আয়োজনে কুড়িগ্রামে নারীর প্রতি সাম্প্রতিক সহিংসতা ও ফেলানী হত্যা বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে ভারত সরকারের কাছে মেয়ে হত্যার ন্যায় বিচার ও ক্ষতিপূরণ দাবি করেন ফেলানীর বাবা নুর ইসলাম।

গতকাল দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ, নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সালমা আলী। এ সময় কুড়িগ্রামের সাবেক পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রেহানা খানম বিউটি ও ফেলানীর বাবা নুর ইসলাম, প্রেসক্লাব সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিকসহ সব প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বক্তরা ফেলানী হত্যার বিগত বিচারের কঠোর সমালোচনা করেন। বর্তমানে ফেলানী হত্যা মামলাটি ভারতের সুপ্রিমকোর্টে বিচারাধীন আছে। গত ৬ অক্টোবর শুনানির দিন ধার্য থাকলেও কার্যতালিকায় না থাকায় শুনানি হয়নি।

 

সর্বশেষ খবর