শিরোনাম
রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা
ক্লিনিকে প্রসূতির মৃত্যু

ডাক্তারের অবহেলার অভিযোগে ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক

শরীয়তপুর শহরের হাজী শরীয়তুল্লাহ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নুরজাহান বেগম নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। তবে চিকিৎসকের অবহেলায় মৃত্যু হয়েছে এমন অভিযোগ স্বজনদের। এ ঘটনায় উত্তেজিত জনতা হাসপাতালে ভাঙচুর করে। প্রত্যক্ষদর্শী ও প্রসূতির পরিবার সূত্র জানায়, সদর উপজেলার বেড়া চিকন্দি গ্রামের তাহেরের স্ত্রী নুরজাহানের প্রসব বেদনা উঠলে শুক্রবার ওই হাসপাতাল ভর্তি করা হয়। বেলা ২টার দিকে চিকিৎসক আম্বিয়া আলম ওরফে কণা তার অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের মাধ্যমে পুত্র সন্তান জন্ম হয়। রাতে নুরজাহানের অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। তখন হাসপাতালে কোনো চিকিৎসক না থাকায় জরুরি সেবা দেওয়া সম্ভব হয়নি। শনিবার তার অবস্থা আরও অবনতি হলে কর্তৃপক্ষ জানান, তাকে রক্ত দিতে হবে। দুপুরে রক্ত দেওয়ার পরই প্রসূতি মারা যান। এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা হাসপাতালে ভাঙচুর করেন। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হননি।

জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন নির্মল চন্দ্র  দাস বলেন, প্রসূতির মৃত্যুর খবর শুনেছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেব।

 

সর্বশেষ খবর