শিরোনাম
সোমবার, ১৯ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

পেটে গুলিবিদ্ধ নাজমার জবানবন্দি রেকর্ড

মাগুরা প্রতিনিধি

মাগুরায় ছাত্রলীগের গোলাগুলিতে পেটে গুলিবিদ্ধ হওয়া নাজমা খাতুনের (৩৫) জবানবন্দি রেকর্ড করা হয়েছে। রবিবারে বিকালে মাগুরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইমতিয়াজুল ইসলাম তার খাস কামরায় ওই জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দিতে নাজমা খাতুন ওই ঘটনায় মুহম্মদ আলী ও মেহেদী হাসান আজিবরসহ জড়িতদের সম্পর্কে তথ্য দিয়েছেন বলে পুলিশ ও আদালত সূত্র নিশ্চিত করেছেন। মাগুরা শহরের দোয়ারপাড় কারিগরপাড়ায় গত ২৩ জুলাই ছাত্রলীগের দুই পক্ষের গোলাগুলির সময় আট মাসের অন্তঃসত্ত্বা নাজমা তলপেটে গুলিবিদ্ধ হন। ওই দিন রাতে মাগুরা সদর হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে নাজমা খাতুন বুলেটবিদ্ধ কন্যাশিশু জন্ম দেন। বুলেট পেটের শিশুকে এফোঁড়-ওফোঁড় করে ফেলে। প্রায় এক মাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে মা ও শিশু মাগুরায় ফিরে যায়। গোলাগুলির ওই ঘটনায় গুলি ও বোমার আঘাতে আহত নাজমার চাচাশ্বশুর মমিন ভূঁইয়া (৬৫) মারা যান। নিহত মমিন ভূঁইয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাকি ইমামের চাচা। ওই ঘটনায় গত ২৬ জুলাই নিহত মমিন ভূঁইয়ার ছেলে রুবেল ভূঁইয়া জেলা ছাত্রলীগের সহসভাপতি সেন সুমনকে প্রধান আসামি করে ১৬ জনের বিরুদ্ধে মাগুরা সদর থানায় মামলা করেন। মামলার অন্য আসামিরা ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতা-কর্মী ও সমর্থক।

সর্বশেষ খবর