সোমবার, ১৯ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

শিশু গৃহকর্মীকে দাঁত ভেঙে আগুনের ছ্যাঁকা

গোপালগঞ্জ প্রতিনিধি

রাজধানীর খিলগাঁওয়ে গুঁড়াদুধ চুরি করে খাওয়ার অভিযোগে লিয়া নামে ১০ বছরের শিশু গৃহকর্মীর চারটি দাঁত ভেঙে, শরীরের গরম খুন্তির ছ্যাঁকা দেওয়া হয়েছে। শিশুটির বাড়ি গোপালগঞ্জের বড়ফা গ্রামে। নির্যাতনের পর তাকে গ্রামে পাঠিয়ে দেওয়া হয়। এখন সে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। ছয় মাস আগে গৃহকর্তা নজরুল ইসলামের বাড়িতে কাজের জন্য লিয়াকে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন লিয়া জানায়, ওই বাড়িতে কিছুদিন ভালোই কাটে। পরে তাকে বাসার সব কাজ করতে দেওয়া হয়। কাজের চাপ সামলাতে ব্যর্থ হলে গৃহকর্ত্রী তিম্মি বেগম তার ওপর প্রায়ই অমানুষিক নির্যাতন চালাতেন। সর্বশেষ ঘটনা সম্পর্কে লিয়া জানায়, ঘরের গুঁড়াদুধ গৃহকর্তার বড় মেয়ে খেয়ে দোষ চাপায় তার ওপর। এর জেরে তাকে বেধড়ক মারধর করেন তিম্মি।  শরীরের বিভিন্ন স্থানে দেওয়া হয় ছ্যাঁকা। রুটি বানানোর বেলুন দিয়ে মুখে আঘাত করে ভেঙে দেওয়া হয় চারটি দাঁত। তার চিৎকারে পাশের বাসার এক মহিলা থানায় খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে। গোপালগঞ্জের পুলিশ জানায়, ঘটনাটি যেহেতু ঢাকায় ঘটেছে সে জন্য বিচার পেতে হলে সেখানেই অভিযোগ করতে হবে।

সর্বশেষ খবর