সোমবার, ১৯ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

তিন মাসের মধ্যেই ময়মনসিংহ সিটি করপোরেশন হবে

----- মীর্জা আজম

ময়মনসিংহ প্রতিনিধি

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মীর্জা আজম এমপি বলেছেন, আগামী তিন মাসের মধ্যে ময়মনসিংহ সিটি করপোরেশনের কাজ শুরু হবে। এ বিভাগকে সামনের দিকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী নিজেও অনেক প্রকল্প হাতে নিয়েছেন। এখানে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে। গতকাল ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন হওয়ায় বিজয় ও আনন্দ শোভাযাত্রার প্রাক্কালে তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি অ্যাড. আনিসুর রহমান খানের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী অ্যাড. প্রমোদ মানকিন, জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকী, সালাহউদ্দিন মুক্তি এমপি, এফবিসিসিআইর পরিচালক আমিনুল হক শামীম প্রমুখ। উপস্থিত ছিলেন ময়মনসিংহ পৌরসভার প্যানেল মেয়র আসিফ হোসেন ডন, যুবলীগ নেতা শাহীনুর রহমান প্রমুখ। মীর্জা আজম বলেন, প্রধানমন্ত্রী বৃহত্তর ময়মনসিংহ নিয়েই বিভাগ গঠন করতে চেয়েছিলেন। কিন্তু সর্বশেষ পর্যায়ে তিনি পারেননি বলে একটি দুঃখের প্রতিচ্ছবি আমি প্রধানমন্ত্রীর মাঝে দেখতে পেয়েছি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর