বুধবার, ২১ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

ট্র্যাজেডি দিবসে বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রতিদিন ডেস্ক

নাটোরের বড়াইগ্রাম রেজুর মোড়ে ভয়াবহ বাস দুর্ঘটনার প্রথম বার্ষিকীতে গতকাল একই এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এছাড়া রাজবাড়ী, গোপালগঞ্জ ও গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তিনজন। প্রতিনিধিদের খবর- নাটোরের বড়াইগ্রামের রেজুর মোড়ে সংঘটিত দেশের ভয়াবহ বাস দুর্ঘটনার প্রথম বার্ষিকীতে একই এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোটরসাইকেল চালক উপজেলার লক্ষীকোল গ্রামের পিয়ার আলীর ছেলে জয়। এর আগে সোমবার সন্ধ্যায় জয় ও তার বন্ধু আরিফুল ইসলাম ইদুল বনপাড়া থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে রেজুর মোড়ে এক পথচারীকে ধাক্কা দিয়ে নিজেরাও মহাসড়কে ছিটকে পড়েন। এতে পথচারী রমিজা ঘটনাস্থলেই নিহত হন। রাজবাড়ী : সদর উপজেলার মজলিশপুর নামক স্থানে গতকাল বাস ও থ্রি-হুইলার মাহেন্দ  পরিবহনের সংঘর্ষে দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

গোপালগঞ্জ : মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় শুভ বিশ্বাস নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কে দাসেরহাট নামক স্থানে গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহত শুভ স্থানীয় শালিনাবকসা হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।

সর্বশেষ খবর