বুধবার, ২১ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম সড়ক ভবন ঘেরাও

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের নির্মাণ কাজের টেন্ডারের লটারি অনুষ্ঠানের নামে নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে উৎকোচের বিনিময়ে পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে বঞ্চিত ঠিকাদাররা বিতর্কিত লটারি বাতিল দাবিতে গতকাল জেলা সড়ক ভবন ঘেরাও করেন। এ সময় অফিস থেকে পালিয়ে যান নির্বাহী প্রকৌশলী। জানা যায়, ঠাকুরগাঁও হতে পীরগঞ্জ পর্যন্ত ২২ কিলোমিটার রাস্তা সংস্কার ও উভয় পাশে ছয় ফুট প্রসস্ত করার জন্য ঠাকুরগাঁও সড়ক ও জনপথ বিভাগ থেকে পাঁচ কোটি ১৮ লাখ ৪৬ হাজার টাকার প্রক্কলন ধরে টেন্ডার আহ্বান করা হয়। উক্ত কাজের বিপরীতে ১৪টি দরপত্র বিক্রি হয়। দরপত্র ফেলার শেষ দিনে নয়জন ঠিকাদার দরপত্র জমা দেন। সোমবার ঠাকুরগাঁওয়ের ঠিকাদাররা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কাছে লটারির বিষয় জানতে গেলে নির্বাহী প্রকৌশলী কয়েকদিনের মধ্যে লটারি অনুষ্ঠিত হবে বলে জানান। তার কথাবার্তা সন্দেহজনক মনে হলে ঠিকাদাররা দিনাজপুর তত্ত্বাবধায়ক প্রকৌশলী অফিসে খোঁজ নিয়ে জানতে পারেন, গোপনে লটারি করা হয়েছে এবং মোটা অংকের টাকার বিনিময়ে একজনকে কাজ দেওয়া হয়েছে। এ ব্যাপারে যোগাযোগের জন্য ঠাকুরগাঁও সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ মো. সোহেল আহম্মদের মুঠোফোনে বার বার কল করেও তাকে পাওয়া যায়নি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর