বুধবার, ২১ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

ছাত্রলীগ নেতাসহ ৭ জন কারাগারে

উজিরপুরে প্রতিমা ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব হারতায় মন্দিরে হামলার ঘটনায় ছাত্রলীগ নেতাসহ সাতজনকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাতে প্রতিমা ভাঙচুরের সময় স্থানীয়রা তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় পূজা উদযাপন কমিটির সভাপতি উত্তম কুমার মামলা করেছেন। কারাগারে প্রেরণকৃতরা হলো- বানারীপাড়ার সৈয়দকাঠী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ও ঢাকা তিতুমীর কলেজের ছাত্র মেহেদী হাসান, মাসুদ, সিরাজ, শুভ্র, বদিউল, সজীব ও হাফিজ। হারতা ইউপি চেয়ারম্যান হরেন রায় জানান, সোমবার দুপুরে মেহেদীসহ একদল যুবক পূর্ব হারতা সার্বজনীন মন্দিরের কাছে বেড়াতে যায়। সেখানে স্থানীয় কিছু যুবকের চাঁদা উঠানো নিয়ে তাদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এর জেরে মেহেদী দলবল নিয়ে ওই মন্দিরে হামলা চালিয়ে চারটি প্রতিমা ও চেয়ার-টেবিল ভাঙচুর করে। এ সময় স্থানীয় দুই ব্যক্তি আহত হন।

সর্বশেষ খবর