বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত  

বিভিন্ন স্থানে আরও ৭

প্রতিদিন ডেস্ক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এ ছাড়া বরিশাল, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, কুমিল্লা ও গাইবান্ধায় সড়কে প্রাণ হারিয়েছেন সাতজন। মঙ্গলবার রাত ও গতকাল এসব দুর্ঘটনা ঘটে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তিনটি স্থানে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। গতকাল ভোরে সাইনবোর্ড এলাকায় দ্রুতগামী একটি যান সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান অটোচালকসহ চারজন। নিহত হলেন- রূপগঞ্জের দক্ষিণ রূপসী এলাকার আমিনুল ইসলামের ছেলে সাগর, পান্না মিয়ার ছেলে মিন্টু, চনপাড়ার আবদুর রশিদের ছেলে দেলোয়ার হোসেন ও বরাব এলাকার আবদুল মান্নানের ছেলে আল-আমিন। এদিকে মঙ্গলবার রাতে একই সড়কের কাঁচপুর ব্রিজের পশ্চিম ঢালে অজ্ঞাত গাড়ির চাপায় পিষ্ট হয়ে চুয়াডাঙ্গার জীবননগরের হাবিল উদ্দিনে ছেলে মমিনুল নিহত হন। গতকাল সকালে সানারপাড়ে বাসের ধাক্কায় মারা যান লক্ষীপুরের রামগতি থানার মকিমউদ্দিনের ছেলে মাইনউদ্দিন। এছাড়া বরিশালের আগৈলঝাড়া ও গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় দুজন, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মোটরসাইকেল আরোহী দুই যুবক,  দিনাজপুর সদর উপজেলার চুনিয়াপাড়ার বকুলতলায় গতকাল বাসের ধাক্কায় রাস্তায় পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাবেক সেনা কর্মকর্তা, কুমিল্লার চৌদ্দগ্রামে বাসচাপায় কুয়েত প্রবাসী, গাইবান্ধার সাদুল্যাপুরে অটোরিকশার ধাক্কায় রিকশাচালকের মৃত্যু হয়েছে।

সর্বশেষ খবর