বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

এক পলক

অনুদানের চেক বিতরণ

স্বেচ্ছাসেবী সংস্থা ও ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী সম্প্রদায়ভুক্ত ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলনকক্ষে চেক বিতরণ করেন জেলা প্রশাসক এস এম আলম। জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতর আয়োজিত ওই অনুষ্ঠানে গাজীপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. মাহবুবুল আলমের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুল হাদী শামীম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহমুদ হাসান, শহর সমাজসেবা কর্মকর্তা মো. মঞ্জুরুল ইসলাম প্রমুখ। -গাজীপুর প্রতিনিধি

রূপগঞ্জে সংঘর্ষ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পূজামণ্ডপ এলাকায় গায়ের সঙ্গে ধাক্কা লাগায় দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় পুলিশ চারজনকে আটক করেছে। মঙ্গলবার রাতে উপজেলার তারাব পৌরসভার গন্ধর্বপুর নোয়াগাঁওয়েয় এ ঘটে ঘটনা। আটকরা হলো নাহিদ, হৃদয়, নাছিম ও মিঠু।

-রূপগঞ্জ প্রতিনিধি

অবৈধ স্থাপনা উচ্ছেদ

গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকায় গতকাল সকালে ভেজালবিরোধী ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট। নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও বিক্রির দায়ে স্টেশন রোডের জলখাবার হোটেল, সুন্দরবন হোটেল, বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার, আল আমিন বেকারি ও আলাউদ্দিন হোটেল কর্তৃপক্ষকে প্রায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ফলপট্টির কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযান পরিচালনা করেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা শাহরিন মাধুবী। এ সময় টঙ্গী মডেল থানার এসআই মো. জুবায়ের হোসেনসহ একদল পুলিশ উপস্থিত ছিল।

-টঙ্গী প্রতিনিধি

বিনামূল্যে সার বীজ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এক হাজার ১৩০ জন কৃষকের মধ্যে মঙ্গলবার বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরের মুক্তমঞ্চে ইউএনও আবু সাঈদ মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) মো. আবদুস সালাম। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হোসেন, সাধারণ সম্পাদক ফজলুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান আছমত আরা, উপজেলা কৃষিকর্মকর্তা শরিফ ইকবাল, কৃষক প্রতিনিধি রেজাউল করিম প্রমুখ।

-নালিতাবাড়ী প্রতিনিধি

‘সাংবাদিকদের পরিচয়  সনদ দেওয়া হবে’

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ বলেছেন, স্থানীয় সংবাদিকদের মান উন্নয়নে প্রেস কাউন্সিল কাজ করছে। তিনি বলেন, সাংবাদিকদের জন্য নীতিমালা করা হচ্ছে। অচিরেই এই নীতিমালা বাস্তবায়ন করা হবে। সাংবাদিকদের অনলাইনের মাধ্যমে পরিচয় সনদ প্রদান করা হবে। হবিগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে গতকাল সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।  -হবিগঞ্জ প্রতিনিধি

ধর্ষকের বিচার দাবি

মেহেরপুরে গাংনীতে সপ্তম শ্রেণির ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শামসুল ইসলামকে আটক ও বিচার দাবিতে মানববন্ধন করা হয়েছে। উপজেলা পরিষদের সামনে মহষাখালি গ্রামবাসী গতকাল এ মানবন্ধন করেন। বক্তারা বলেন, ঘটনার ১০ দিন অতিবাহিত হলেও ধর্ষক সামছুলকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। একটি চক্র ধর্ষককে রক্ষার পাঁয়তারা করছে। তাদের ইন্ধনেই পুলিশ ছামসুলকে গ্রেফতার        করছে না।

-মেহেরপুর প্রতিনিধি

টঙ্গী থানার এএসআই ক্লোজ, সোর্স হাজতে

বাংলাদেশ প্রতিদিনের দেশগ্রাম পাতায় ‘পুলিশ না সোর্স’ শিরোনামে বুধবার একটি সংবাদ প্রকাশিত হয়। ঢাকা ডিআইজির নির্দেশে টঙ্গী থানার এএসআই লুৎফরকে তার ব্যবহৃত হ্যান্ডকাফটি সোর্স লিটনের কাছে রাখার অপরাধে ক্লোজ করে গাজীপুর পুলিশ লাইনে পাঠানো হয়েছে। সোর্স লিটনকে গ্রেফতার করে পাঠানো হয়েছে গাজীপুর আদালতে। টঙ্গী থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম এএসআই ক্লোজ ও সোর্স লিটনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। -টঙ্গী প্রতিনিধি

 

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর