বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

ভাবীর পর এবার দেবর এসিড আক্রান্ত

দিনাজপুর প্রতিনিধি

প্রতিপক্ষের ছোড়া এসিডে দিনাজপুরের হাকিমপুরে এক গৃহবধূর মুখ ঝলসে যাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তার দেবর জাকারিয়া ইসলাম এসিড আক্রান্ত হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত জাকারিয়া হাকিমপুর উপজেলার ঘট্টা মাধবপাড়া ইউনিয়নের দক্ষিণ মাধবপাড়া গ্রামের মৃত আবদুল কুদ্দুসের ছেলে। মঙ্গলবার রাত ৯টায় দক্ষিণ মাধবপাড়ায় এ ঘটনা ঘটে। জাকারিয়ার বড় ভাই ইলিয়াস আলী জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে ভাত খেয়ে টিউবওয়েলে হাত ধোয়ার জন্য যান জাকারিয়া। এ সময় প্রাচীরের অন্য প্রান্ত থেকে কে বা কারা এডিস ছুড়ে পালিয়ে যায়। এতে জাকারিয়ার মুখমণ্ডল ও শরীরের বেশ কিছু স্থান ঝলসে গেছে। এর আগে সোমবার রাত ৮টার দিকে ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় মোরশেদার ওপর এসিড ছোড়া হলে তার মুখ, হাত ও পা ঝলসে যায়। বর্তমানে তিনি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। ওই ঘটনায় পাঁচজনকে আসামি করে থানায় মামলা করেন ইলিয়াস। মামলায় পুলিশ প্রতিবেশী মৃত চান আলী মণ্ডলের ছেলে বাবুল হোসেন মণ্ডলকে (৫৫) আটক করেছে। পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন এসিড নিক্ষেপ করেছে বলে ইলিয়াসের ধারণা। ঘট্টা মাধবপাড়া ইউপি চেয়ারম্যান মো. শাহ আলম জানান, পারিবারিক কোনো ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে বলে তার ধারণা। তবে তদন্ত হলে ঘটনা জানা যাবে। হাকিমপুর থানার ওসি মো. মোকলেছুর রহমান জানান, ‘জাকারিয়ার ওপর এসিড নিক্ষেপের ব্যাপারে জানি না এবং অভিযোগও করা হয়নি।’

সর্বশেষ খবর