বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

টঙ্গীতে ডায়রিয়া হাসপাতালে ভর্তি অর্ধশতাধিক  

টঙ্গী প্রতিনিধি

টঙ্গী অঞ্চলের বিভিন্ন এলাকায় গাজীপুর সিটি করপোরেশনের সরবরাহ করা পানি পানে গত দুই দিনে শতাধিক শিশু-নারী-পুরুষ আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে টঙ্গী সরকারি হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি রয়েছেন অর্ধশতাধিক। এলাকা সূত্রে জানা গেছে, টঙ্গীর আরিচপুর, জামাই বাজার, বৌবাজার, মধুমিতা এলাকায় সিটি করপোরেশনের সরবরাহ করা পানির লাইনে লিকেজ হয়ে ময়লা-আবর্জনা ঢোকে। ওই পানি পান করায় ডায়রিয়া ছড়িয়ে পড়ছে। মধুমিতা শেরেবাংলা রোডের বাসিন্দা শাহ আলম জানান, সাপ্লাইয়ের পানি পানে তার পরিবারের সবাই ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি হয়েছে। অন্য এক আক্রান্ত শিরিন আক্তার বলেন, সাপ্লাইয়ের পানি খেয়ে অসুস্থ হয়ে পড়লে তিনি টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি হন। স্থানীয় ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন বলেন, দু-তিন জায়গায় লিক হয়েছে। মেরামত করা হয়েছে। তবে টঙ্গী অঞ্চলের নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমানের দাবি- সরবরাহ লাইনে কোনো লিকেজ নেই। চেক করা হয়েছে। টঙ্গী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. পারভেজ আহম্মেদ বলেন, পানির লাইন মেরামতের জন্য আমরা গাজীপুর সিটি মেয়রকে চিঠি দিয়েছি।

সর্বশেষ খবর