শিরোনাম
সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

অপহৃত পাঁচ শিশু উদ্ধার দম্পতি আটক

নোয়াখালী প্রতিনিধি

ভারতের ত্রিপুরা রাজ্য থেকে অপহৃত পাঁচ শিশুকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা সদর বসুরহাট থেকে শনিবার দিবাগত রাতে উদ্ধার করেছে পুলিশ। এ সময় পাচারকারী চক্রের সদস্য কোম্পানীগঞ্জের মুছাপুরের বাহার উল্লা (৫০) ও তার স্ত্রী ভারতের ত্রিপুরার রেহানা বেগমকে (৪৫) আটক করা হয়। উদ্ধার শিশুরা হলো  ভারতের ত্রিপুরা রাজ্যের ভাঙারপাড়, খিলপারা এলাকার আবুল বাসারের ছেলে শামীম চৌধুরী প্রকাশ (৮), এমাদ উল্লার ছেলে শাহীন (৭), একই এলাকার তক্কিন (৩), নাছরিন (৩) ও ওবায়দ উল্লাহ (১)। কোম্পানীগঞ্জ থানার ওসি সাজেদুর রহমান জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রেহানা বেগম বসুহাট ক্যাডেট মাদ্রাসার সামনে সন্দেহজনকভাবে পাঁচ শিশুকে নিয়ে ঘোরাফেরা করছিলেন।

এ সময় সন্দেহ হলে স্থানীয়রা তাদের আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে শিশুদের উদ্ধার ও রেহানা বেগমকে আটক করে। পরে রেহানার স্বামী বাহার উল্লাকে আটক করা হয়।

সর্বশেষ খবর