মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

ধর্ষণের অভিযোগ করায় গ্রামছাড়া ছাত্রীর পরিবার

কালকিনি প্রতিনিধি

মাদারীপুরের কালকিনির সাহেবরামপুরে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ক্রোকিরচর গ্রামের রাঙ্গা হানিফার ছেলে জাহিদ এ ঘটনা ঘটিয়েছে বলে ভুক্তভোগী পরিবারের অভিযোগ। বিষয়টি জানাজানি হলে ধর্ষিতার পরিবার গ্রামের মাতবরদের কাছে বিচারের দাবি জানায়। অভিযুক্তের পরিবার প্রভাবশালী হওয়ায় সালিসে বখাটেকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। ছাত্রীর পরিবার টাকা না নিয়ে থানায় অভিযোগ করলে মাতবররা ও বখাটের পরিবার ছাত্রীকে পরিবারসহ গ্রামছাড়া করে। গত শুক্রবার ঘটনাটি ঘটে। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কালকিনি থানার ওসি জানান, বিষয়টির তদন্ত চলছে। জানা গেছে, একটি দর্জি দোকানে ড্রেস আনতে গেলে জাহিদ মেয়েটিকে জোরপূর্বক ইজিবাইকে ওঠায়। পরে ক্রোকিরচর উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে নিয়ে তাকে ধর্ষণ করে। এ নিয়ে ভুক্তভোগীর পরিবার অভিযোগ দিলে মাতবররা ঘটনা ধামাচাপা দেওয়ার পাঁয়তারা চালান। ধর্ষণের বিচার মাফ চাওয়া : বদরগঞ্জ প্রতিনিধি জানান, রংপুরের বদরগঞ্জে গ্রাম্য সালিসে ধর্ষণের বিচারের রায় দেওয়া হয়েছে পা ধরে মাফ চাওয়া। এ ঘটনায় রবিবার রাতে ধর্ষিতা বদরগঞ্জ থানায় ধর্ষক ও মাতবরদের নামে অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটে উপজেলার ভাড়ারদহ গ্রামে। জানা যায়, ভাড়ারদহ গ্রামের এক গৃহবধূকে একই এলাকার হরিপদ রায়ের ছেলে কৃষ্ণ রায় কু-প্রস্তাব দিত। গত ৭ অক্টোবর রাতে বাড়িতে একা পেয়ে কৃষ্ণ ওই গৃহবধূকে ধর্ষণ করে। রাতেই এ ঘটনায় মাতবর লিক্সন, রাজা, তৈয়ব, দীজেন ও সেন্টু সালিস আয়োজন করেন। রায় দেন, ধর্ষককে গৃহবধূর পা ধরে মাফ চাওয়া ও এক লাখ টাকা জরিমানা। ধর্ষক পা ধরে মাফ চান ঠিকই কিন্তু এক লাখ টাকা ভাগাভাগি করে নেন মাতবররা। এদিকে ওই ঘটনায় থানায় অভিযোগ করায় সোমবার ধর্ষকের পরিবার ও মাতবররা ভুক্তভোগীর বাড়ির রাস্তা বন্ধ করে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সর্বশেষ খবর