মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা
মেঘনা-গোমতী সেতু

অতিরিক্ত টোল আদায় বন্ধ ওজন পরিমাপ যন্ত্র

দাউদকান্দি প্রতিনিধি

অতিরিক্ত টোল আদায় বন্ধ ওজন পরিমাপ যন্ত্র

মেঘনা-গোমতী সেতু দিয়ে পার হয় ওভারলোড ট্রাক -বাংলাদেশ প্রতিদিন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ও গোমতী সেতু দিয়ে চলা বিভিন্ন যানবাহন থেকে অতিরিক্ত টোল আদায় অব্যাহত রয়েছে। বন্ধ রয়েছে ওভারলোড কন্ট্রোল স্কেল (ওজন পরিমাপ যন্ত্র)। ফলে ভারী যানবাহন চলাচল করায় হুমকির মুখে রয়েছে সেতু দুটি। জানা যায়, ২০১১ সালের ১৭ ডিসেম্বর দাউদকান্দি টোলপ্লাজায় স্থাপন করা হয় ওভারলোড কন্ট্রোল স্টেশন। মেঘনা ও গোমতী সেতুর ওভারলোড কন্ট্রোল স্কেল বন্ধ থাকায় অতিরিক্ত মালবোঝাই যানবাহন দায়িত্বরতদের অর্থ ধরিয়ে দিয়ে সেতু দুটি দিয়ে নির্বিঘ্নে চলাচল করছে। তাছাড়া সেতু দুটির কম্পিউটার কন্ট্রোল রুমের কাজ কর্তৃপক্ষ শুরু করেও শেষ না করায় কখনো রসিদে কখনো বিনা রসিদে টোল আদায় করতে দেখা গেছে। টোলপ্লাজা এলাকায় গিয়ে দেখা যায়, টোলবক্সের সামনে নির্ধারিত তালিকায় রয়েছে ট্রেইলর ১ হাজার ২৫০ টাকা। তার স্থলে আদায় করা হচ্ছে ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকা করে। হেভি ট্রাক ৫০০ টাকার স্থলে ৭০০-৮০০, মিডিয়াম ট্রাক ১৯০ টাকার স্থলে ৪০০-৫০০, বড় বাস ৪৫০ টাকার স্থলে ৫০০-৬০০, মিনি ট্রাক ৯০ টাকার স্থলে ১৫০-২০০ টাকা আদায় করছে। দুটি টোলপ্লাজার দায়িত্বপ্রাপ্ত সিএনএসের কর্মকর্তা মেজর (অব.) আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা সড়ক ও জনপথের অধীনে জনবল সাপ্লাই দিয়ে সার্বিক সহায়তা করছি।’ তিনি আরও জানান, এখানে ওভারলোড কন্ট্রোলসহ কিছু সমস্যা রয়েছে। কিছুদিনের মধ্যে সমাধান হয়ে যাবে।

সর্বশেষ খবর