মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা
ছয় টুকরা করে শিশুহত্যা

প্রধান আসামির আত্মসমর্পণ

কলাপাড়া প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় চাঞ্চল্যকর সুমি (৬) হত্যা মামলার প্রধান আসামি খলিলুর রহমান পাহলোয়ানকে (৩৮) জেলহাজতে প্রেরণ করেছেন আদালত। রবিবার দুপুরে খলিলুর রহমান কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক আনিছুর রহমান জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। এদিকে মামলার দ্রুত বিচার ও নিরপেক্ষ তদন্তের দাবিতে গতকাল দুপুরে কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ নেটওয়ার্ক (এসভাও) ও সুমির পরিবার। কলাপাড়া থানার ওসি আজিজুর রহমান জানান, আসামি খলিলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ড আবেদন দাখিল করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালের ৪ নভেম্বর কলাপাড়ার মহিপুর ইউনিয়নের নিজামপুর গ্রামের আবদুল হামিদ মৃধার মেয়ে সুমিকে হত্যার পর লাশ ছয় টুকরা করে ধান ক্ষেতে ফেলে রাখা হয়। এ ঘটনায় ওই শিশুর মা শাহিনুর বেগম বাদী হয়ে খলিলসহ তিনজনের নামে কলাপাড়া থানায় একটি মামলা করেন। 

সর্বশেষ খবর