শিরোনাম
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

সেপটিক ট্যাংকে নেমে তিন শ্রমিকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁড়া গ্রামে সেপটিক ট্যাঙ্কে নেমে শ্বাস বন্ধ হয়ে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেন- চরকাঁকড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মফিজ উল্যার ছেলে জাবেদ (২৮), শেখ আহাম্মেদের ছেলে রফিক উল্যা (৩১) ও আবদুর রাজ্জাকের ছেলে বাবু (২৪)। চরকাঁকড়া গ্রামের নতুন বাজারের নুরু মিয়ার বাড়িতে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নুরু মিয়া বাড়ির সৌদি প্রবাসী মোশারফ হোসেনের সেপটিক ট্যাঙ্কে নেমে কাজ করতে ছিলেন জাবেদ ও বাবু। একপর্যায়ে তারা অক্সিজেনের অভাবে অসুস্থ হয়ে পড়েন। তাদের উদ্ধারে ট্যাঙ্কের ভেতর নেমে অসুস্থ হন রফিক। তাদের কোনো সাড়া শব্দ না পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা সেপটিক ট্যাঙ্ক থেকে তিনজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। কোম্পানীগঞ্জ থানার ওসি সাজিদুর রহমান সাজিদ জানান, সেপটি ট্যাঙ্কে কাজ করার সময় অক্সিজেনের অভাবে শ্বাস বন্ধ হয়ে তিন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

সর্বশেষ খবর