মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

আসামির বাড়িতে আগুন, দগ্ধ হয়ে বৃদ্ধের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর চাটখিলে ছাত্রলীগ কর্মী তারেক হোসেন স্বপন হত্যা মামলার প্রধান আসামি রবিউল হোসেন ভূঁইয়া রবিনের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, রবিবার ছয়ানী-টগবা গ্রামে ছাত্রলীগ কর্মী স্বপনকে নিজ বাড়িতে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন হত্যা মামলার প্রধান আসামি রবিউল হোসেন রবিনের বাড়িতে ভাঙচুর চালান। রবিন পলাতক থাকলেও মামলার অন্য আসামি রবিনের বাবা লোকমান হোসেনকে রাতে গ্রেফতার করে পুলিশ। ভোররাতের দিকে রবিনদের বসতঘরে কে বা কারা অগ্নিসংযোগ করে। এতে রবিনের দাদা সিদ্দিক উল্লা ভূঁইয়া (৮৫) অগ্নিদগ্ধ হলে গতকাল সকাল ৭টায় তাকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়। অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান জানান, রবিনের বাড়িতে আগুনের বিষয়টি আত্মঘাতী না অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর