মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

এক পলক

পুকুরে ডুবে যমজ দুই শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ফকিরপাড়ায় পুকুরের পানিতে ডুবে হাসান মিয়া (২) ও হোসেন মিয়া (২) নামের জমজ দুই শিশু মারা গেছে। গতকাল দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা ফকিরপাড়ার পান্না মিয়ার ছেলে। শিশুদের চাচা নান্নু মিয়া জানান, সোমবার দুপুরে হাসান ও হোসেন বাড়ির পাশে খেলা করছিল। এ সময় তাদের মা পাশের বাড়ি যান। সবার অলক্ষ্যে পুকুরের পানিতে পড়ে যায় তারা। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। -চুয়াডাঙ্গা প্রতিনিধি

ভ্রাম্যমাণ আদালতে সাজা

গাজীপুর সদর উপজেলা ভূমি অফিসে অভিযান চালিয়ে ভুয়া দলিল দিয়ে অন্যের জমি খারিজ করার সময় মহসীন নামে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর হোসেন সোমবার এ আদালত পরিচালনা করেন। সাজাপ্রাপ্ত মহসীন গাজীপুর সিটি করপোরেশনের হায়দ্রাবাদ গ্রামের আফাজ উদ্দিন খানের ছেলে।-গাজীপুর প্রতিনিধি

গণসমাবেশ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গাজীপুরায় নুতন রাস্তা উদ্বোধন উপলক্ষে ব্রিজ সংলগ্ন মাঠে গতকাল ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ নেতা আ. হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু। উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ শাহজালাল মিয়া, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী খুরশীদ আলম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি এমএ হান্নান মোল্লা প্রমুখ। সমাবেশে হাজার হাজার নেতা-কর্মীর ঢল নামে। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। -আড়াইহাজার প্রতিনিধি

স্বামীর বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাষণ্ড স্বামীর দাবিকৃত যৌতুকের ২ লাখ টাকা ও জমি লিখে না দেওয়ায় আসমা বেগম (৩৫) নামে প্রবাস-ফেরত এক গৃহবধূকে নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্বামী রবিউল হাসানের বিরুদ্ধে ওই গৃহবধূ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। রবিবার রাতে উপজেলার চরপাড়ায় ঘটে এ ঘটনা। গৃহবধূ আসমা বেগম চরপাড়ার মৃত আমজাদ হোসেনের মেয়ে। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, অভিযুক্ত রবিউল হাসানকে গ্রেফতারের চেষ্টা চলছে।-রূপগঞ্জ প্রতিনিধি

বিটিসিএল ভবনে আগুন

নোয়াখালীতে বাংলাদেশ টেলি কমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ভবনের ট্রান্সমিশন কক্ষে গতকাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দ্রুত ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পায় ভবনটি। বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। নোয়াখালী টেলিকম বিভাগের বিভাগীয় প্রকৌশলী মো. আবদুল গফুর জানান, সোমবার বেলা ১১টার দিকে হঠাৎ ভবনের দোতলায় ট্রান্সমিশন কক্ষ থেকে ধোঁয়া বের হতে থাকে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দিয়ে কর্মকর্তা-কর্মচারীরা অগ্নিনির্বাপক যন্ত্রের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এর আগেই তিনটি এসি সম্পূর্ণ ও দুটি অপটিক্যাল মার্কস আংশিক ক্ষতিগ্রস্ত হয়। -নোয়াখালী প্রতিনিধি

বাস ধর্মঘট প্রত্যাহার

চাঁদাবাজির অভিযোগে নড়াইল জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির ডাকা নড়াইল-যশোর-খুলনা রুটে বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। রবিবার রাতে নড়াইল জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাজী জহিরুল হক জানান, পুলিশ চাঁদাবাজ সুমনকে গ্রেফতারের আশ্বাস দিলে তারা ধর্মঘট প্রত্যাহার করে নেন। -নড়াইল প্রতিনিধি

সার বীজ বিতিরণ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে গতকাল থেকে শুরু হয়েছে সার ও সরিষা বীজ বিতরণ। এ উপজেলায় ৩ হাজার ৭৯০ কৃষকের মধ্যে এক কেজি সরিষা বীজ, ২০ কেজি গম, দুই কেজি ভুট্টা বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হবে। বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল। ইউএনও ড. কামরুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সৈয়দ তানভীর আহাম্মেদ, শফিকুল ইসলাম। -মাদারগঞ্জ প্রতিনিধি

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর