মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

টাকার বিনিময়ে বাল্যবিয়ের অনুমতি দিলেন এসআই

টঙ্গী প্রতিনিধি

গাজীপুরের টঙ্গী সাতাইশ ঘুশুলিয়া এলাকায় উৎকোচের বিনিময়ে বাল্যবিয়ের অনুমতি দেওয়ার অভিযোগ উঠেছে টঙ্গী থানার এসআই মনিরের বিরুদ্ধে। পুলিশের অনুমতি পেয়েই বাল্যবিয়ে সম্পন্ন হয়। এলাকাবাসী জানান, ঘটনার দিন গত রবিবার সন্ধ্যায় ওই এলাকার হারুনের মেয়ে সাতাইশ ব্রাইট স্টার স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী ফাতেমা আক্তার রত্না (১২) ও একই এলাকার হাসমতের ছেলে সোহাগের বিয়ের অনুষ্ঠান চলছিল।

খবর পেয়ে টঙ্গী থানার এসআই মনিরুজ্জামান বিয়েবাড়িতে গিয়ে হুমকি-ধমকি দিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেন। পরে মেয়ে-পক্ষের লোকজন এসআইকে টাকা দিলে বিয়ে পড়ার অনুমতি দেন। এসআই উৎকোচের বিনিময়ে বাল্যবিয়ের অনুমতি দেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন,  খবর পেয়ে বিয়েবাড়িতে গিয়েছিলাম, তবে কাউকে পাইনি।

সর্বশেষ খবর