বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

ছাত্রলীগ নেতা রাজনের খুনিদের বিচার দাবি

মাগুরা প্রতিনিধি

ছাত্রলীগ নেতা রাজনের খুনিদের বিচার দাবি

মাগুরায় ছাত্রলীগ নেতা রাজন হত্যার বিচার দাবিতে মানববন্ধন - বাংলাদেশ প্রতিদিন

কৃতী ফুটবলার ও ছাত্রলীগ নেতা রাজন খান মামলার প্রধান আসামি মীর সাঈদসহ অভিযুক্ত সবার দ্রুত বিচার ও ফাঁসি দাবিতে মাগুরা শহরের পিটিআই এলাকায় গতকাল মানববন্ধন করেছেন এলাকাবাসী। এতে অংশ নেন স্থানীয় শত শত নারী-পুরুষ। বক্তব্য দেন, রাজনের চাচা আওয়ামী লীগ নেতা তানজেল হোসেন খান, গোলাম মওলা, জেলা আওয়ামী লীগ নেতা শাখারুল ইসলাম শাকিল, রাজনের বাবা মুক্তিযোদ্ধা ওহাব খান, মা শারমিন আক্তার, ভাই যুবলীগ নেতা সেলিম খান প্রমুখ। এলাকায় চাঁদাবাজির প্রতিবাদ করায় গত বছরের ২৮ অক্টোবর মাগুরা সরকারি কলেজমাঠে রাজনকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় রাজনের বাবা বাদী হয়ে হত্যাসহ ১৩ মামলার আসামি মীর সাইদ ও তার সহযোগিদের বিরুদ্ধে মামলা করেন। রাজনের বাবা-মা অভিযোগ করেন, এ রকম একটি নৃশংস হত্যা মামলায় আটক হওয়ার কয়েকে দিনের মধ্যে মীর সাঈদ জামিনে বেরিয়ে এসেছেন। বর্তমানে তিনি তাদের পরিবারসহ রাজন হত্যার বিষয়ে যারা প্রতিবাদ জানিয়েছে তাদের হত্যার হুমকি দিচ্ছেন। অতীতে মীর সাঈদ প্রতিটি মামলায় একইভাবে জামিনে ছাড়া পেয়েছেন। এমনকি ৪১ বছর সাজা হওয়ার পরও বেশিদিন তিনি জেলে থাকেননি।

সর্বশেষ খবর